হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামে ঈমানের পরে মুমিন নর ও নারীর উপরে গুরুত্বপূর্ণ ফরয ইবাদত হলো, পাঁচ ওয়াক্ত ফরয নামাজ সময়মত আদায় করা। কুরআনে নামাজকে বান্দার সফলতার মূলমন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নামাজ বান্দাকে সকল মন্দ ও গোনাহের কাজ থেকে রাখে বলেও কুরআন-হাদীসে উল্লেখ করা হয়েছে। আর বান্দা যখন সকল প্রকার মন্দ ও গোনাহের কাজ থেকে বিরত থাকে তখন শয়তান পরাজিত ও অপদস্ত হয়।
ইমামে জামান (আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁর আগমন ত্বরান্বিত করুক) ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন,
فَما أرْغَمُ أنْفُ الشَيْطانَ بِشَى ءٍ مِثْلَ الصَّلاةِ، فَصَـلِّها وَ أرْغَـمْ أنْـفَ الشَّـيْطانَ.
নামাজের মতো অন্য কোনো কিছুই (এত চরমভাবে) শয়তানকে নাকে খত দেয়ায় না (অর্থাৎ পরাজিত ও অপদস্ত করে না), সুতরাং নামাজ পড়ো এবং শয়তানকে নাকে খত দেয়াও (অর্থাৎ তাকে পরাজিত ও অপদস্ত করো)।
[বিহারুল আনওয়ার, খন্ড- ৫৩, পৃষ্ঠা- ১৮২]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকেই পাঁচওয়াক্ত নামাজ সময়মত পড়ার তাওফিক দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।